জনপ্রিয়তা কমেছে নরেন্দ্র মোদির, বেড়েছে রাহুলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩
ভারতে বর্তমান রাজনীতিবিদদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদমাধ্যম এনডিটিভি এবং লোক-নীতি কেন্দ্রের চালানো একটি যৌথ জনমত জরিপে ওঠে এসেছে এ তথ্য।
কিন্তু এতে দেখা গেছে, আগের তুলনায় মোদির জনপ্রিয়তা সামান্য কমেছে। অপরদিকে জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর।
২০২৩ সালের নতুন জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৪৩ শতাংশ মোদিকে পছন্দ করেন বলে জানিয়েছেন। এর মানে তার জনপ্রিয়তা কমেছে ১ শতাংশ।
অপরদিকে ২০১৯ সালে রাহুলকে ২৪ শতাংশ মানুষ প্রিয় নেতা হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেটি এ বছর বেড়ে ২৭ শতাংশে উঠেছে।
মোদি ও তার দলের জন্য ভালো খবর হলো— জরিপে অংশ নেওয়া ৪৩ শতাংশই বলেছেন তারা চান বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তৃতীয়বারের মতো ক্ষমতায় আসুক।
এ ছাড়া আাগের তুলনায় মোদির বিজেপির ভোটের শেয়ার ৩৭ শতাংশ থেকে ৩৯ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া কংগ্রেসের ভোটের শেয়ারও বেড়েছে (১৯ থেকে ২৯ শতাংশ)।
সূত্র: এনডিটিভি