ট্রাম্পের নীতিতে কমছে যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটক


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫০ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


ট্রাম্পের নীতিতে কমছে যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটকের সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের কঠোর অভিবাসন নীতি, শুল্কযুদ্ধ ও ভিসা জটিলতা এ পতনের মূল কারণ।


আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে প্রায় প্রতি মাসেই পর্যটকের সংখ্যা কমছে। সরকারি হিসাব অনুযায়ী, জুলাই মাসে বিদেশি পর্যটক আগমন আগের বছরের তুলনায় ৩ শতাংশ হ্রাস পেয়েছে। গত ছয় মাসের মধ্যে পাঁচ মাসেই এ ধরনের পতন লক্ষ্য করা গেছে।


আরও পড়ুন: ট্রাম্পের দাবি: মার্কিন পণ্যে শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছিল ভারত


বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের শুল্কনীতি, অভিবাসন দমন অভিযান এবং বিতর্কিত মন্তব্য বিদেশি পর্যটকদের নিরুৎসাহিত করছে। ক্যাটো ইনস্টিটিউটের অর্থনীতিবিদ রায়ান বর্ন বলেন, “পর্যটকের পতন সরাসরি প্রেসিডেন্টের বক্তব্য ও নীতির সঙ্গে যুক্ত।”


ট্রাভেল গবেষণা প্রতিষ্ঠান ট্যুরিজম ইকোনমিক্স জানিয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক আগমন ৮.২ শতাংশ কমতে পারে। অন্যদিকে, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল জানিয়েছে, বিদেশি পর্যটকের ব্যয় ২০২৪ সালের ১৮১ বিলিয়ন ডলার থেকে নেমে ১৬৯ বিলিয়নের নিচে নামতে পারে।


কোন দেশ থেকে কমছে পর্যটক?

কানাডা: এক বছরে আগমন কমেছে এক-চতুর্থাংশ।

ভারত: কমেছে ৫.৫%।

চীন: কমেছে প্রায় ১৪%।

পশ্চিম ইউরোপ: কমেছে ২.৩%।


অপরদিকে, মেক্সিকো, জাপান ও ইতালি থেকে আগমন বেড়েছে। মধ্য আমেরিকা থেকেও ৩% এবং দক্ষিণ আমেরিকা থেকে ০.৭% প্রবৃদ্ধি দেখা গেছে।


আরও পড়ুন: ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র


ভিসা খরচের বাড়তি চাপ

চলতি বছরের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য “ভিসা ইন্টিগ্রিটি ফি” নামে নতুন ২৫০ ডলার ফি চালু হচ্ছে। এতে মেক্সিকো, আর্জেন্টিনা, ভারত, ব্রাজিল ও চীনের মতো দেশের নাগরিকদের ভিসার খরচ দাঁড়াবে ৪৪২ ডলার—যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ ভ্রমণ ফি।


বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই নীতি ও বিধিনিষেধ যুক্তরাষ্ট্রকে বিদেশি পর্যটকদের কাছে ক্রমেই অনাকাঙ্ক্ষিত গন্তব্যে পরিণত করছে।


আরএক্স/