ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা বেলজিয়ামের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫৩ এএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

গাজায় মানবিক বিপর্যয় ও ইসরায়েলের সহিংসতার প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেই এই স্বীকৃতি দেওয়া হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এ তথ্য নিশ্চিত করেছেন।
একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ১২ দফা কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে—দখলকৃত অঞ্চল থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা এবং হামাস নেতাদের বেলজিয়ামে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা।
আরও পড়ুন: ট্রাম্পের দাবি: মার্কিন পণ্যে শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছিল ভারত
পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এক্সে দেওয়া এক পোস্টে জানান, বেলজিয়াম নিউইয়র্ক ঘোষণায় যুক্ত হচ্ছে। এর মূল লক্ষ্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান—অর্থাৎ ইসরায়েলের পাশে শান্তিপূর্ণভাবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন, ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের সহিংসতার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।
আরও পড়ুন: ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রসঙ্গত, ২০২৪ সালে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দেয়—ইসরায়েলের দখলদারিত্ব এবং দখলকৃত অঞ্চলে বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে বেআইনি। তবে ইসরায়েল দাবি করে, এই অঞ্চলগুলো দখল নয়, বরং ‘বিতর্কিত এলাকা’। অন্যদিকে জাতিসংঘসহ বিশ্বের অধিকাংশ দেশ এগুলোকে দখলকৃত অঞ্চল হিসেবেই বিবেচনা করে।
আরএক্স/