আল জাজিরার প্রতিবেদন
বাণিজ্য ও কূটনীতিতে এগোচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:১৯ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

১৩ বছর পর প্রথমবারের মতো ঢাকা সফরে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি দুই দেশের সম্পর্ককে “অংশীদারিত্বের নতুন অধ্যায়” আখ্যা দিয়েছেন।
ইসহাক দার বলেন, “করাচি থেকে চট্টগ্রাম, লাহোর থেকে ঢাকা—তরুণরা হাতে হাত মিলিয়ে কাজ করবে।” বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তান হাসিনা পরবর্তী বাংলাদেশে কূটনৈতিক ও বাণিজ্যিক সুযোগ দেখছে।
আরও পড়ুন: ট্রাম্পের দাবি: মার্কিন পণ্যে শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছিল ভারত
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক ও কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পাকিস্তানি ও বাংলাদেশি সেনা ও নৌবাহিনী প্রধানরা একাধিকবার বৈঠক করেছেন।
অর্থনীতিতেও দুই দেশ উপকৃত হতে পারে। ২০২৪ সালে পাকিস্তান বাংলাদেশে ৬৬১ মিলিয়ন ডলার রপ্তানি করেছে, বিপরীতে আমদানি মাত্র ৫৭ মিলিয়ন ডলার। পাকিস্তান থেকে তুলা, চাল ও টেক্সটাইল আমদানি সম্ভব, বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ও কেমিক্যাল রপ্তানি করা যেতে পারে।
আরও পড়ুন: ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
তবে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ক্ষত এখনও দুই দেশের আস্থা গঠনে বড় বাধা। বিশেষজ্ঞরা বলছেন, অতীত ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু কূটনীতি ও অর্থনীতি ভিত্তিতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে।
আরএক্স/