ইমরানের পিটিআই থেকে নেতাদের পদত্যাগের হিড়িক


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


ইমরানের পিটিআই থেকে নেতাদের পদত্যাগের হিড়িক
ছবি: জিও নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ে যেনও শনির দশা লেগেছে। একে একে দলটি ছেড়ে গেছে প্রায় দুই ডজন এমপি-মন্ত্রী। সর্বশেষ ইমরানের সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা ফাওয়াদ চৌধুরী পিটিআই ছাড়ার ঘোষণা দেন।


বুধবার (২৪ মে) টুইট বার্তায় ফাওয়াদ চৌধুরী জানান, ৯ মের ঘটনায় আমি ঘৃণা জানাই। আমি রাজনীতি থেকে ইস্তফা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। দলে পদ ছাড়ার পাশাপাশি আমি ইমরান খানের সঙ্গেও দূরত্ব বজায় রাখবো।


আরও পড়ুন: আমি জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি: ইমরান খান


তার টুইটের কয়েক ঘণ্টা পর পিটিআই মহাসচিব আসাদ উমর জানান, তিনি এই পদে আর থাকবেন না। কিন্তু দলের কর্মী হয়ে থাকবেন।


তিনি বলেন, ৯ মের ঘটনার পর এই পদে দায়িত্ব পালন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি দলের মহাসচিব ও গুরুত্বপূর্ণ কমিটি থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছি।


আরও পড়ুন: নিষিদ্ধ হতে পারে ইমরানের দল পিটিআই


এর আগে মঙ্গলবার দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি শিরিন মাজারি পদত্যাগের ঘোষণা দেন। ১২ মে থেকে শিরিনকে চারবার গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবারই তিনি জামিনে বের হয়ে আসেন। সংবাদ সম্মেলনে শিরিন বলেন, আজ থেকে আমি আমার পরিবার, মা ও সন্তানদের কারণে পিটিআই কিংবা যেকোনো রাজনৈতিক দল থেকে দূরে থাকব।


জেবি/ আরএইচ/