আরও ৫০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জায়েদা

সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা
বিজ্ঞাপন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এখন চলছে গণনা। নির্বাচনে মোট কেন্দ্র ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৫০ কেন্দ্রের ফলাফল হাতে পাওয়া গেছে। এতে আজমত উল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৭৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯২৬ ভোট। অর্থাৎ ১৫০ ভোটে এগিয়ে আছেন জায়েদা খাতুন।
বিজ্ঞাপন
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা।
বিজ্ঞাপন
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। তবে দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কমে যায়।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/









