গাজীপুর সিটি নির্বাচন

রিটার্নিং কর্মকর্তা ফল প্রকাশে দেরি করছেন: জাহাঙ্গীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


রিটার্নিং কর্মকর্তা ফল প্রকাশে দেরি করছেন: জাহাঙ্গীর
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেছেন, রিটার্নিং কর্মকর্তা ফলাফল প্রকাশে দেরি করছেন।


বৃহস্পতিবার (২৫ মে) নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে এসে এ কথা বলেন তিনি।


জাহাঙ্গীর আলম বলেন, আমার মাকে হাজার হাজার, লাখ লাখ মানুষ ভোট দিয়েছেন। সেই হিসেবে মায়ের ভোটটা যেন আমানত থাকে, ভালো থাকে। গাজীপুরের মানুষ নিজ ইচ্ছায় গিয়ে মাকে ভোট দিয়েছেন। আমি এসেছি ইভিএম থেকে যে পেপারটা বের করে সেটা যেন আমার হাতে দেয়, কোনো হাতে লেখা কাগজ যেন আমাকে দেওয়া না হয়।


আরও পড়ুন: ১২৩ কেন্দ্রে ১১ হাজার ভোটে এগিয়ে আছে জায়েদা


আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আমার মাকে শহরটা সুন্দর করার সুযোগ দিন আপনারা।


বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।


জেবি/ আরএইচ/