পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাবিবুর রহমান (১৫)। তার সাথে থাকা শামীম ইসলাম মীম (১৬) গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন। তারা দুজনেই সদর উপজেলার মীরগড় ময়নুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী নামক এলাকায় সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে দুজনেই মোটর সাইকেল যোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি (প্র্যাকটিক্যাল) পরীক্ষা দিতে যাচ্ছিল।
আরও পড়ুন: পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
পরিক্ষার্থী হাবিবুর রহমান এসময় মোটর সাইকেল চালাচ্ছিল। যাওয়ার সময় যতনপুকুরী নামক সড়কে একজন বৃদ্ধ পথচারীকে সাইড দিতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে থাকা বিদ্যুত পিলারের সাথে মোটর বাইকটি ধাক্কা লাগে। তাদের দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করে। তবে গুরুতর আহত শামীম আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) দুলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের কারনে বিনা ময়না তদন্তে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি/ আরএইচ/