পছন্দ-অপছন্দ নয়, ইসলামে হিজাব বাধ্যতামূলক: জায়রা ওয়াসিম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
হিজাব
পরা নিয়ে ভারতের কর্নাটকে চলছে তীব্র বিতর্ক। বিতর্কের আঁচ ছড়িয়েছে দেশের সর্বত্রই।
সেলেব্রিটি থেকে আম নাগরিক অনেকেই মুখ খুলেছেন। এবার সেই বিতর্কে মুখ খুললেন ‘দঙ্গল’
কন্যা অভিনেত্রী জায়রা ওয়াসিম।
শনিবার
(১৯ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে তিনি লেখেন, হিজাব ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়, এই
ধারণাটাই ভুল। নিজেদের সুবিধার্থে অথবা অজ্ঞতা থেকে এই মতবাদ দাঁড় করানো হয়েছে। হিজাব
পছন্দ-অপছন্দের বিষয় নয়, ইসলামে এটি বাধ্যবাধকতার মধ্যে পড়ে। যে নারী হিজাব পরেন,
তিনি সর্বশক্তিমানের প্রতি সমর্পিত থাকার প্রতিশ্রুতি পালন করছেন।
জায়রা আরও লেখেন, কৃতজ্ঞতা এবং বিনয়ের সঙ্গে হিজাব পরিহিত একজন নারী হিসেবে আমি এই গোটা প্রক্রিয়ার তীব্র বিরোধী, যেখানে ধর্মীয় প্রতিশ্রুতি পালনে নারীদের বাধা দেওয়া হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে।
জায়রা
ওয়াসিম লেখেন, মুসলিম মেয়েদের প্রতি এই বিরূপ আচরণ, এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে
শিক্ষা এবং হিজাবের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, তা চূড়ান্ত অবিচার। নিজেদের বিশেষ
উদ্দেশ্যর সঙ্গে খাপ খাইয়ে, তার জন্য মুসলিম মেয়েদের নির্দিষ্ট করে একটি বেছে নিতে
বলা হচ্ছে। তার পর নিজেদের তৈরি ফাঁদে ফেলে আবার সমালোচনাও করা হচ্ছে তাদের। অন্য উপায়ে
এটা করা যাবে না। এটা বিরূপ আচরণ ছাড়া অন্য কিছু নয়।
নারীর
ক্ষমতায়নের নামে মুসলিম মেয়েদের প্রতি এই আচরণ একেবারেই কাম্য নয় বলে জায়রা লেখেন,
নারীর ক্ষমতায়ন বলতে যা বোঝায়, এই ঘটনায় তার সম্পূর্ণ পরিপন্থী।
পর
পর সফল ছবি উপহার দেওয়ার পর যখন প্রচারের আলোর কেন্দ্রে তিনি, সেই সময় ২০১৯ সালে অভিনয়
এবং গ্ল্যামার জগৎ থেকে বিদায় নেন জায়রা। তার জন্য সেইসময়ই সমালোচনার মুখে পড়তে হয়েছিল
তাকে। তার পর ধীরে ধীরে নেটমাধ্যমে দেখা দিতে শুরু করেন তিনি। এ বার কর্নাটকের হিজাব
বিতর্ক নিয়ে সরাসরি মুখ খুললেন জায়রা।
ওআ/