সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৩


সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতরা সবাই বাসের যাত্রী। 


রবিবার (৪ জুন) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের


নিহত ব্যক্তিরা এনজিচালক ও যাত্রী। তারা হলেন- অটোরিকশা যাত্রী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লঘু চৌধুরীপাড়া আজির হোসেনের ছেলে মো. জিয়াউল হোসেন (৩৫), আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. মুছা মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে চালক রফিক মিয়া (৩৬)।


আরও পড়ুন: রাউজানে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৮


ঘটনার সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল। তিনি জানান, হবিগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যাওয়া মডার্ণ বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩ যাত্রী নিহত হন। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ যাত্রী আহত হন।  পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।


জেবি/এসবি