শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩
নারায়ণগঞ্জের মোড়াপাড়া ফেরী ঘাট থেকে কাঞ্চননগর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা জুড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
১৮০ কিলোমিটার দৈর্ঘ্য নারায়নগঞ্জের শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ।
রবিবার (৪ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটি ভেকু দিয়ে আধাপাকা বাড়ি, বালু মহালসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ উপ-পরিচালক এহতেশাম পারভেজ।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের শ্রদ্ধা
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা আক্তার বলেন, শীতলক্ষ্যার তীরে যে যত প্রভাবশালীই থাকুকনা কেন আমাদের যে সকল আইন আছে তার উপর নির্ভর করেই অভিযান অব্যাহত থাকবে।
বিআইডব্লিউটিএ সূত্র জানা যায়, ২০০৯ সালের জুন মাসে হাইকোর্ট শীতলক্ষ্যা নদীসহ রাজধানী ঢাকার পার্শ্ববর্তী ৪টি নদী রক্ষায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কে নির্দেশ প্রদান করে। এরই আলোকে কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। শীতলক্ষ্যা তীরে সীমানা পিলার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক এহতেশাম পারভেজ বলেন, শীতলক্ষ্যা তীরে অনেক পাকা স্থাপনা ছিলো বর্তমানে তা আগের তুলনায় অনেকাংশে কমে গেছে। এখন কিছু অবৈধ দখলদার আছে সেখানে তারা অবৈধ ভাবে ব্যবসা করার পায়তারা করছে। শীতলক্ষ্যা তীরে কোন অবৈধ স্থাপনা থাকবে না।
জেবি/ আরএইচ/