বাণিজ্যে তৃতীয় স্থান হাইলাকান্দির জাহাঙ্গীর আলমের
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩
উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। মাধ্যমিকে মেধা তালিকায় স্থান নিতে না পারলেও বাণিজ্য শাখায় আসামের হাইলাকান্দির জাহাঙ্গীর আলম চৌধুরী আসামরাজ্যে তৃতীয় স্থান অধিকার করে হাইলাকান্দি জেলা তথা বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করল।
আরও পড়ুন: গুয়াহাটি প্রেসক্লাবে ১ম মহিলা সভাপতি সুস্মিতা গোস্বামী
হাইলাকান্দি প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র জাহাঙ্গীর আলম। হাইলাকান্দি জেলা শহরের অদূরবর্তী উজানকূপা গ্রামের জয়নুল ইসলাম চৌধুরী ও জাসমিন আক্তার চৌধুরীর বড় ছেলে জাহাঙ্গীর মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৬৮ নম্বর অর্জন করে রাজ্যে তৃতীয় স্থান দখল করেছেন।
বতর্মানে হায়দ্রাবাদে সিএ কোচিং এর জন্য রয়েছে। তার বাবা অসুস্থ বতর্মানে চেন্নাই রয়েছেন বলে জানা যায়।
জেবি/ আরএইচ