ষাঁড়ের গুঁতোয় শিশুর মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


ষাঁড়ের গুঁতোয় শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ভারতের আসামের করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে ষাঁড়ের গুঁতায় একশিশুর মৃত্যু হয়েছে।


জানা গেছে, ঘটনাটি রামকৃষ্ণনগরের ঈশানছড়া এলাকায় ঘটেছে। 


সূত্রে জানা যায়, বুধবার (৭ জুন) সকালে সাব সেন্টার যাওয়ার সময় একটি ষাঁড় পেছন থেকে এসে হিতেশ দের পায়ে গুঁতো মারে। এতে হিতেশ দে কোলে থাকা শিশুটি নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ষাঁড়টি বারবার গুঁতো মারলে শিশুটি গুরুতর আহত হয়। হিতেশ দে চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী ছুটে আসেন। তারা ষাঁড়ের কবল থেকে রক্ষা করে গুরুতর আহত হিতেশ দে ও তার শিশুকে চিকিৎসার জন‍্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করেন। 


আরও পড়ুন: ভারতে হাউসবোট ডুবে প্রাণ গেল ২২ জনের


কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা সংকটজনক দেখে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা হিতেশ দের সন্তানকে মৃত বলে ঘোষণা করেন। এবং আহত হিতেশ দে-কে চিকিৎসার জন‍্য ভর্তি করেন।


জেবি/ আরএইচ/