আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩
আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রানহানি হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ১২ জন। বুধবার (৭ জুন) দেশটির উত্তরাঞ্চলীয় সার-ই পোল প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সার-ই পোল প্রদেশের সায়াদ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: প্রেমের টানে কক্সবাজারে ইতালিয়ান তরুণী
প্রদেশের তালেবান পুলিশের মুখপাত্র দিন মোহাম্মদ নাজারি সড়ক দুর্ঘটনা এবং এর ফলে বহু মানুষ নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের মুখপাত্র বলেন, অসাবধানতাবশত গাড়ি চালানোর কারণে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে উপত্যকায় পড়ে যায়।
আরও পড়ুন: ভারতে হাউসবোট ডুবে প্রাণ গেল ২২ জনের
তালেবান কর্মকর্তাদের তথ্যঅনুসারে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১২ জন নারী, নয়জন শিশু এবং চারজন পুরুষ। তারা আলটো থেকে সার-ই পোল প্রদেশের সায়াদ জেলার খাজা ইয়াগানা গ্রামে যাচ্ছিলেন।
আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
জোব/এসবি