পরিবর্তন ছাড়া মালয়েশিয়া টিকবে না: আনোয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩
পরিবর্তন না আসলে মালয়েশিয়া টিকবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আলজাজিরার দেওয়া এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম বলেছে, একটি স্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি এবং পরিবর্তনের সংকল্প না থাকলে, আমি বিশ্বাস করি না মালয়েশিয়া টিকে থাকবে।
তিনি মালয়েশিয়াকে জাতিভিত্তিক রাষ্ট্র থেকে প্রয়োজনভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করতে চান।
আরও পড়ুন: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইব্রাহিম
আনোয়ার বলেছেন, মালয়েশিয়া একটি বহু-জাতিভিত্তিক দেশ, কিন্তু ইতিবাচক পদক্ষেপ নীতির মাধ্যমে মুসলিম মালয় এবং আদিবাসী সংখ্যাগরিষ্ঠরা ১৯৭০ সাল থেকে বিভিন্ন সুবিধা পেয়ে আসছে।
আনোয়ার আরও বলেন, আমার চাহিদাভিত্তিক সংস্কার পদ্ধতি মালয়দের জাতিভিত্তিক নীতির চেয়ে বেশি সাহায্য করবে। কারণ, জাতিভিত্তিক নীতিগুলো যে কয়েকটি অভিজাত এবং তাদের বন্ধুরা নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে, তা প্রমাণিত হয়েছে।
জেবি/ আরএইচ/