ফের জেগে উঠল হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ১০ই জুন ২০২৩
বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলিউয়া । গত ৭ জুন জেগে ওঠে ওই আগ্নেয়গিরি। বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে লাভা।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে এই আগ্নেয়গিরির বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এনেছে। সেখানেই ধরা পড়েছে লাভা বেরিয়ে আসার দৃশ্য। ইতোমধ্যেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন কৌতুহলী পর্যটকরা।
আরও পড়ুন: চিলির ঘুমন্ত আগ্নেয়গিরি থেকে ধোঁয়া, সতর্কতা জারি
দর্শকদের কৌতুহল সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ন্যাশনাল পার্কের একটি বিশেষ অংশ থেকে তোলা হয়েছে আগ্নেয়গিরির ওই দৃশ্যগুলো। তবে সেখান থেকে ছবি তোলার সময় দর্শকদের সতর্কও করা হয়েছে।
জিওলজিক্যাল সার্ভে থেকে জানানো হয়, এই অগ্ন্যুৎপাত পুরোটাই একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। হাওয়াই ন্যাশনাল পার্কের মধ্যেই এই ঘটনা ঘটছে যা সাধারণ লোকালয়ের থেকে অনেকটাই দূরে। জনবসতির থেকে দূরে হওয়ায় নাগরিকদের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।
জেবি/এসবি