বিএনপির মাথায় তিন ভূত ঢুকেছে: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মাথায় তিন ভূত ঢুকেছে। দেশে শান্তি চাইলে তাদের মাথা থেকে এই তিন ভূত আগে বিদায় করতে হবে। জনগণ যাকে চাইবে তাকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না।
শনিবার (১০ জুন) আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপির জগাখিচুড়ি ঐক্যে কোনো নেতা নেই, মানুষ নেই। এক নেতা হাসপাতালে, আরেক নেতা মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে”। মির্জা ফখরুলকে ফরমায়েশি বক্তব্য না পাঠিয়ে সাহস থাকলে তারেক রহমানকে দেশের রাজপথে আসার আহ্বান জানান কাদের।
আরও পড়ুন: আপাতত সংলাপ নিয়ে ভাবছি না: কাদের
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ যখন খেলার মতো খেলতে নামবে তখন বিএনপির পালানোর পথ থাকবে না। বিএনপি আবার ক্ষমতায় গেলে বিদ্যুতের বদলে খাম্বা দেবে।”
আরও পড়ুন: কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়নি: কাদের
তিনি আরও বলেন, “বিএনপি এখন 'আবার সাধিলে আবার খাইবো' নীতিতে আগাচ্ছে। সরকার পদত্যাগ করলে কার সাথে বসবে? উদ্ভট সব কথা বলছে মির্জা ফখরুল। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তাই দলটির ভয় নেই। অপকর্ম করলে বিএনপিকে মূল্য দিতে হবে।”
জেবি/এসবি