পেরুতে চার মাসে ৩৪০৬ নারী উধাও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩
চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে মাত্র ৪ মাসে পেরুতে ৩ হাজার ৪০৬ জন নারী উধাও হয়েছেন।
শনিবার (১০ জুন) দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অঞ্চলে, প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত দেশটির ন্যায়পাল কার্যালয় এ কথা জানায়। বার্তা সংস্থা এএফপির বরাতে এই খবর প্রকাশ করেছে আমেরিকার ব্যারনস ম্যাগাজিন।
‘তাদের কী হয়েছে?’ শিরোনামে কার্যালয়ের প্রতিবেদনে প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘২০২৩ সালের প্রথম চার মাসে ৩,৪০৬ জন নারী নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে শুধু ১,৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে, এবং ১,৫০৪ এখনো নিখোঁজ রয়েছেন।
আরও পড়ন: তুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণে নিহত ৫
ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ জানান, “নিখোঁজ হওয়ার বিষয়টিকে পেরুর আসন্ন বিপদ পরিস্থিতি হিসেবে দেখতে হবে। ৩৩ মিলিয়ন মানুষের আন্দিয়ান দেশটির এই ধরনের ঘটনা রোধ করার জন্য রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।”
আরও পড়ন: মাথায় হাতুড়ি মেরে বন্ধুকে খুন!
এর আগে ২০২২ সালে দেশটিতে ৫,৩৮০ জনের বেশি নারী, বেশিরভাগই মেয়ে ও কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯.৭ শতাংশ কম।
বিভিন্ন নারীবাদী এনজিওর তথ্য অনুসারে, পুলিশ ও প্রসিকিউটর অফিস অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না। কারণ, তারা বিশ্বাস করে যে নারীরা স্বেচ্ছায় পালিয়ে গেছেন।
জেবি/এসবি