প্রচণ্ড গরমে জ্ঞান হারালেন ৩ সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩
ব্রিটেনের বার্ষিক প্যারেডের জন্য চূড়ান্ত মহড়া চলাকালীন সময়ে প্রিন্স উইলিয়ামের সামনে প্রচণ্ড গরমে ৩ সেনা অজ্ঞান হয়ে পড়েছেন।
বার্তা সংস্থা ফক্স নিউজ জানিয়েছে, লন্ডনের প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে সেনারা পশমের টিউনিক এবং ভালুকের চামড়ার টুপি পরিহিত ছিল সে সময়।
প্রিন্স উইলিয়াম টুইট বার্তায় লেখেন, শনিবার সকালে গরমের মধ্যে কুচকাওয়াজের মহড়ায় অংশ নেওয়া প্রত্যেক সেনাকে অনেক ধন্যবাদ। কঠিন পরিস্থিতি কিন্তু আপনারা সবাই সত্যিই ভালো কাজ করেছেন। ধন্যবাদ।
আরও পড়ুন: তীব্র গরমে ৬ দিন স্কুল বন্ধ ঘোষণা
একটি ফলোআপ টুইটে তিনি লিখেছেন, ‘এ ধরনের একটি ইভেন্টে যে কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি চলে তা জড়িত সবার কৃতিত্ব, বিশেষ করে আজকের পরিস্থিতিতে।’
এক সামরিক ট্রাম্বোলিন বাদক জ্ঞান হারালে চিকিৎসকরা তাকে সাহায্য করতে ছুটে যান।
জ্ঞান ফেরার পর তিনি ফের বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন।
জেবি/ আরএইচ/