রাহুল গান্ধীর দাড়ি লাদেনের মতো, বললেন বিজেপি নেতা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩


রাহুল গান্ধীর দাড়ি লাদেনের মতো, বললেন বিজেপি নেতা
রাহুল গান্ধী

বিহার বিজেপির প্রধান সম্রাট চৌধুরী আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তুলনা করেছেন। 


শনিবার (১১ জুন) বিহারে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 


তিনি বলেন,শুধু দাড়ি বড় করেই কেউ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওসামা বিন লাদেনের মতো দাড়ি বড় করেছেন। তিনি মনে করছেন, এভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো হবেন।


আরও পড়ুন: জনপ্রিয়তা কমেছে নরেন্দ্র মোদির, বেড়েছে রাহুলের


কয়েক মাস আগে কংগ্রেসের ভারত জুড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর বড় দাড়ি দেখা যায়। যদিও যাত্রা শেষ হওয়ার পর তিনি এ দাড়ি ছোট করে ফেলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


একই সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়েও সমালোচনা করেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। তিনি বলেন, নীতিশ কুমার সব জায়গায় গিয়ে বলে বেড়াচ্ছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তিনি কি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, নাকি আমি!


জেবি/ আরএইচ/