ডিমলায় বীজ ও সার বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩


ডিমলায় বীজ ও সার বিতরণ
ছবি: জনবাণী

নীলফামারীর ডিমলায় চলতি আমন মৌসুমে চরাঞ্চলের বন্যা কবলিত মানুষের জন্য বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। 


বুধবার (১৪ জুন) সকালে চলতি আমন মৌসুমে প্রকল্প বাস্তবায়িত এলাকায় ১ হাজার ২০ জন সুবিধাভোগী কৃষক-কৃষাণীদের মাঝে প্রত্যেককে সার ও বীজের মধ্যে আমন ধানের বীজ ৫ কেজি, ইউরিয়া সার ৩০ কেজি, এমওপি সার ২০ কেজি, টিএসপি সার ২০ কেজি, জৈব সার ১০ কেজি, বোরন ১ কেজি ও জিং ১ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 


এ সময় প্রকল্প সমন্বয়কারী ইসিসিসিপি ফ্লাড প্রকল্প মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, কৃষিবিদ মো. করিম উদ্দিন শার্প প্রধান কার্যালয়, কৃষিবিদ মেহবুব উল শহীদ শার্প কৃষি ইউনিট।


আরও পড়ুন: টাঙ্গাইল মধুপুরে কৃষাণ কৃষাণীর মাঝে পেয়াজ বীজ বিতরণ


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফোকাল পার্সন সোহেল রানা, প্রকল্প সমন্বয় কারী মামুনুর রশীদ, টেকনিক্যাল অফিসার সৌধন্য মজুমদার দোলন, এছাড়াও ইসিসিসিপি ফ্লাড প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 


বিতরণ কার্যক্রমের পূর্বে প্রকল্প সমন্বয়কারী ইসিসিসিপি ফ্লাড প্রকল্প মামুনুর রশীদ বলেন, আমাদের প্রকল্পের আওতায় বসতভিটা উঁচুকরণসহ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, বন্যামুক্ত নলকূপ স্থাপন, ছাগল পালনে আগ্রহীদের ছাগলের মাঁচাঘড় প্রদান, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও গম, ধান, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের চাষাবাদে সার ও বীজ প্রদান করছে। আমাদের প্রকল্পটি এ উপজেলায় গত ২০২০ সাল হতে চলমান রয়েছে। 


জেবি/ আরএইচ/