নতুন ঠিকানায় রাসেল ডমিঙ্গো


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৭ই জুন ২০২৩


নতুন ঠিকানায়  রাসেল ডমিঙ্গো
রাসেল ডমিঙ্গো

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোর নতুন ঠিকানা নিশ্চিত হয়েছে।  তিন বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের ডিপি ওয়ার্ল্ড লায়ন্সে। এতদিন নেদারল্যান্ডসে খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। আগামী ১ জুলাই থেকে প্রোটিয়া ক্লাবটির দায়িত্ব নেবেন ডমিঙ্গো।


চুক্তির পর তিনি জানিয়েছেন, নিজের দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। আমি দায়িত্ব বুঝে নেওয়ার জন্য অপেক্ষা করছি।


এদিকে চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার টাইগারদের দায়িত্বে থাকার কথা ছিল। কিন্তু গেল বছরের ডিসেম্বরেই এ দায়িত্ব থেকে সরে দাঁড়ান আফ্রিকান এই কোচ। এরপর ডাচদের দলের কোচিং স্টাফের দায়িত্ব নেন। সেখান থেকেই নিজ দেশের ক্লাবে পাড়ি জমাচ্ছেন টাইগারদের সাবেক এই কোচ।


আরও পড়ুন: ১৪৬ রানে গুঁড়িয়ে গেল আফগানরা, ফলো-অন না করিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ


২০১৯ ২০১৯ সালে সাকিব-তামিমদের দায়িত্ব নেন তিনি। দুই বছরের চুক্তি শেষে আরও দুই বছরের চুক্তি নবায়ন করা হয় তার সঙ্গে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মনোভাবে বুঝতে পেরেই লাল-সবুজের প্রতিনিধিদের বিদায় জানান তিনি।


আরও পড়ুন: দ্বিতীয় দিনে ২০ রানে অলআউট বাংলাদেশ


তার অধীনে বাংলাদেশ ২২টি টেস্ট খেলেছে। যেখানে ৩ জয়ের বিপরীতে হার ১৭ টেস্টে। অন্যদিকে টি–টোয়েন্টি ফরম্যাটে ৫৯ ম্যাচের মধ্যে ২৩টিতে জিতেছিল সাকিবরা। তবে সীমিত ওভারের ফরম্যাটে বেশ সাফল্যের মুখ দেখেছিল ডমিঙ্গোর শিষ্যরা। তার অধীনে ৩০ ওয়ানডের মধ্যে ২১টিতেই জিতেছিল বাংলাদেশ দল।


জেবি/এবি