উগান্ডার স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ৪০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩


উগান্ডার স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ৪০
ছবি: সংগৃহীত

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি স্কুলে সন্ত্রাসী হামলায় ৪০ জন মারা গেছে বলে জানা গেছে। সংবাদ সংস্থা বিবিসি, আইএস ঘনিষ্ঠ সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।


আহতদের মধ্যে ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক। নিহতদের মধ্যে স্কুলের ডরমেটরিতে থাকা বালকরাও রয়েছে বলে জানায় বিবিসি।


শুক্রবারের (১৬ জুন) এই হামলার জন্য কঙ্গোভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সকে  দোষারোপ করা হচ্ছে।


আরও পড়ুন: ভারতের কদমতলায় ৪ রোহিঙ্গাসহ ৭ বাংলাদেশি আটক

উগান্ডা পুলিশের মুখপাত্র ফ্রেড ইনানগা জানান, মরদেহগুলো স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 


স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে দেশটির পশ্চিমের জেলা কাসেসের স্কুলটিতে ওই হামলা চালানো হয়। সেখানে মোট ৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করতো। তাদের অধিকাংশই স্কুলের ছাত্রাবাসে বসবাস করতো। 


আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ফ্রান্স


সন্ত্রাসীরা স্কুলটির ছাত্রাবাস, খাদ্য সংরক্ষণাগার পুড়িয়ে দেয় এবং লুটপাট চালায়। এছাড়াও স্কুলটির মেয়ে শিক্ষার্থীদের কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে গোষ্ঠীটি। সূত্র: বিবিসি


জেবি/এসবি