ঘুষকান্ডে ধরা পড়লেন বিভাগীয় সদর দফতরের সুপারিনটেনডেন্ট
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩
আসামরাজ্যের লামডিং রেলওয়ে বিভাগীয় অফিসে অভিযান চালায় রেলওয়ে ভিজিল্যান্স। কার্যালয়ের পার্সোনেল বিভাগে অভিযান চালানো হয়। অভিযানে রেলওয়ে কর্মকর্তাকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়।
অভিযুক্ত কর্মকর্তা হলেন বিভাগীয় সদর দফতরের সুপারিনটেনডেন্ট পবিত্র কোঁওর।
ভিজিল্যান্স সূত্রে প্রকাশ, অভিযুক্ত ব্যক্তি এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন। ভিজিল্যান্স নিজেই একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে। পবিত্র কোঁওরের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল।
আরও পড়ুন: ভারতের কদমতলায় ৪ রোহিঙ্গাসহ ৭ বাংলাদেশি আটক
লামডিং রেলওয়ে বিভাগের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার বলেন, ভিজিল্যান্স তদন্তের পর রেল বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে। অভিযুক্ত ঘুষখোর পবিত্র চাকরি থেকে অবসর নেওয়ার আর মাত্র কয়েকদিন বাকি ছিল।
তিনি আরও বলেন, বেতন নিয়ে সন্তুষ্ট না এমন কিছু রেল কর্মচারীর বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়া হবে।
জেবি/এসবি