প্রথম দিনেই ঝড় তুলেছে আদিপুরুষ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩


প্রথম দিনেই ঝড় তুলেছে আদিপুরুষ
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাসের সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির প্রথম দিনেই ভারতে ঝড় তুলেছে সিনেমাটি। 


শুক্রবার (১৫ জুন) সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। 


জানা গেছে, সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রায় দেড়শ' কোটি রুপি আয় করেছে। ভারতে ১০২ কোটি ৫০ লাখ রুপি ঝুলিতে পুরেছে আদি পুরুষ। এর মধ্যে ভারতে নেট কালেকশন (সব খরচ বাদে) ৮৬ কোটি ৭৫ লাখ রুপি।


আরও পড়ুন: বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নেহা


রামায়ণের গল্প অবলম্বনে পৌরাণিক ড্রামা ঘরানায় নির্মাণ করা হয়েছে  ‘আদিপুরুষ’ সিনেমা। এই সিনেমার লেখক ও পরিচালক ওম রাউত।


আরও পড়ুন: কবে বিয়ে করবেন, জানালেন কঙ্গনা


এতে প্রভাস অভিনয় করেছেন রামচন্দ্রের ভূমিকায় , সীতার চরিত্রে কৃতি শ্যানন ও লক্ষ্মণের চরিত্রে সানি সিংহ। আর রাবণের চরিত্রে রয়েছেন সাইফ আলি খান।


জেবি/এসবি