অবসর ভাঙলেন স্কলারি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১৮ই জুন ২০২৩


অবসর ভাঙলেন স্কলারি
লুইস ফিলিপ স্কলারি

অবসর ভেঙে  আবারও কোচিং ফিরেছেন বিশ্বকাপজয়ী কোচ লুইস ফিলিপ স্কলারি। এর আগে গত বছরের নভেম্বরেই কোচিংকে বিদায় জানিয়েছিলেন লুইস ফিলিপ স্কলারি। সামলাচ্ছিলেন আতলেতিকো পারানায়েন্সের টেকনিক্যাল ডিরেক্টরের পথ। কিন্তু আট মাসের ভেতরই ফিরলেন তিনি। তাকে দেড় বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব আতলেতিকো মিনেইরো।


গেল বছর আতলেতিকো পারানায়েন্সের কোচ কাম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দেন স্কলারি। তার অধীনে কোপা লিবার্তোরেসের ফাইনাল খেলে পারানায়েন্স। কিন্তু নভেম্বরের কোচিংকে চিরতরে বিদায় জানান ৭৪ বছর বয়সী এই কোচ। গত অক্টোবরে এক প্রেস কফারেন্সের বলেছিলেন নিজেকে কোচ হিসেবে আর ভাবেন না তিনি। কিন্তু খুব অল্প সময়ের ভেতরই মত বদলালো তার।


আরও পড়ুন: টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়


বর্ণিল ক্যারিয়ারে স্কলারি  ৪০ বছরেরও বেশি সময় কোচিংয়ে ব্যয় করেছেন। জাতীয় দল হোক বা ক্লাব সবক্ষেত্রেই সফলতা আছে। ২০০২ বিশ্বকাপে তার অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপেও সেলেসাওদের কোচ ছিলেন তিনি।


জেবি/এসবি