দিল্লিতে টাকা নিয়ে গোলমালের জেরে ২ মহিলাকে হত‍্যা


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩


দিল্লিতে টাকা নিয়ে গোলমালের জেরে ২ মহিলাকে হত‍্যা
প্রতীকী ছবি

দিল্লিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই মহিলার। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির রামকৃষ্ণ পুরম থানা এলাকায়। 


প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, টাকা নিয়ে গোলমালের জেরেই তাদের খুন। অভিযুক্তদের ধরতে অভিযান নেমেছে পুলিশ। 


দক্ষিণ -পশ্চিম দিল্লিতে পুলিশের ডেপুটি কমিশনার মনোজ সি জানিয়েছেন, রবিবার ভোর ৪ টা ৪০ মিনিটে আর কে পুরম থানার পুলিশ খবর পায়। তারপর অকুস্থলে প‍ৌঁছায় পুলিশ। সেখানে পিংকি (৩০) ও জ্যোতি (২৯) রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। 


আরও পড়ুন: বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে তল্লাশি


প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পিংকি ও জ্যোতির ভাই কারও কাছ থেকে টাকা নিয়ে ছিলেন। কিন্তু অভিযোগ সেই টাকা ফেরত পাচ্ছিলেন না ওই ব‍্যক্তি। তা নিয়েই গোলামাল। হামলাকারীরা পিংকি ও জ্যোতির ভাইয়ের খোঁজেই এসেছিলেন। কিন্তু সেই সময় তাদের ভাই বাড়িতে ছিলেন না। 


যদিও সত্যিই কি ঘটেছে তা তদন্ত শেষ হলে বোঝা যাবে। পুলিশ আততায়ীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। খুনিদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।


জেবি/ আরএইচ/