রাশিয়ার পাঁচ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেনে
আগ্রাসনের জেরে রাশিয়ার গুরুত্বপূর্ণ পাঁচটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।
মঙ্গলবার
(২২ ফেব্রুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যের পার্লামেন্টে এই নিষেধাজ্ঞা
জারির ঘোষণা করেন। খবর রয়টার্ ‘র।
নিষেধাজ্ঞা
দেওয়া ব্যাংকগুলো হলো- রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভায়াজ ব্যাংক
এবং ব্ল্যাক সি ব্যাংক।
এছাড়া
রাশিয়ার তিন ব্যক্তির সব সম্পদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা হলেন জেনাডি
তিমচেনঙ্কো, বরিস রোটেনবার্গ এবং আইঘোর রোটেনবার্গ।
নিষেধাজ্ঞায়
পড়া ব্যক্তিদের যত সম্পদ যুক্তরাজ্যে আছে, সেগুলো জব্দ অবস্থায় থাকবে। তারা যুক্তরাজ্যে
যাতায়াত করতে পারবেন না। এছাড়া যুক্তরাজ্যের কোনো নাগরিক তাদের সঙ্গে ব্যবসাবাণিজ্য
করতে বা সম্পর্ক রাখতেও পারবেন না।
বরিস
জনসন জানিয়েছেন, যুক্তরাজ্য এবং তার সহযোগী মিত্র দেশগুলো রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা
জারি করবে।
এদিকে যুক্তরাজ্য
আরও হুমকি দিয়েছে রাশিয়ার কোম্পানিগুলোকে মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ড ব্যবহারে নিষেধাজ্ঞা
দেওয়া হবে। যেন তারা তাদের অর্থের পরিমাণ না বাড়াতে পারে।
মঙ্গলবার
ইউক্রেনের পূর্বাঞ্চলে
বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি অঞ্চলকে
স্বাধীনতার স্বীকৃতি দিয়ে সেখানে সেনা
পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এর পর থেকেই একে একে চলছে উত্তেজনা।
ওআ/