ডুয়ার্সে বজ্রাঘাতে ২ হাতির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩
ভারতের পশ্চিমবঙ্গের ডুয়ার্সে বজ্রাঘাতে ২ হাতির মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বানারহাটের বামনডাঙ্গায়। ইতোমধ্যে মৃত হাতি ২টিকে উদ্ধার করেছেন বনদপ্তরের কর্মীরা।
জানা যায়, বুধবার ( ২১ শে জুন) সকালে বামনডাঙ্গা চা বাগানের শ্রমিকরা কাজে যাওয়ার পথে নদীর ধারে ২টি মৃত হাতি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নাথুয়া রেঞ্জের বনকর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল এবং নাথুয়া রেঞ্জের বনকর্মীরা।
আরও পড়ুন: টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকদের নিয়ে সাবমেরিন নিখোঁজ
প্রাথমিকভাবে অনুমান, ডুয়ার্সে মঙ্গলবার (২০ জুন) রাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় ২টি হাতি নদী পারাপার করছিল। আচমকাই বাজ পড়ে ২ টি হাতির মৃত্যু হয়ে থাকতে পারে। খবর দেওয়া হয়েছে পশু চিকিৎসকেদর।
আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান তাদের নিজস্ব: যুক্তরাষ্ট্র
এদিকে, হাতি মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তে প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছে এলাকায়। মৃত হাতি ২টির মধ্যে ১ টি অপ্রাপ্ত বয়স্ক এবং ১টি পূর্ণ বয়স্ক। তবে ২টিই স্ত্রী হাতি বলে খবর।
জেবি/এসবি