Logo

ব্রিটিশ পার্লামেন্টের সম্মাননা পেলেন করণ জোহর

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ০৬:১০
33Shares
ব্রিটিশ পার্লামেন্টের সম্মাননা পেলেন করণ জোহর
ছবি: সংগৃহীত

লতি বছরেই পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন করণ।

বিজ্ঞাপন

বলিউডের তারকা নির্মাতা করণ জোহরকে বিশেষ সম্মাননা জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। মঙ্গলবার (২১ জুন) ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে বিশেষ এ সম্মাননা তুলে দেওয়া হয় তাকে।

চলতি বছরেই পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন করণ। তার এই মাইলফলকের জন্য সম্মাননা জানাল ব্রিটিশ পার্লামেন্ট।

বিজ্ঞাপন

দেশটির গণমাধ্যমে জানিয়েছে, বিশ্ব বিনোদনে অবদান বিবেচনায় ভারতীয় এই নির্মাতাকে সম্মানিত করেছে ব্রিটিশ পার্লামেন্ট।

বিজ্ঞাপন

সম্মাননা পাওয়ার পর করণ বলেন, আমি ভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ। সেই গর্বিত মুহূর্তের ঝলক ইনস্টাগ্রামে তুলে ধরেছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে  ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও পুরস্কার গ্রহণের মুহূর্তে ফ্রেমবন্দী হয়ে দুটি ছবি পোস্ট করেছেন করণ জোহর। এই বিশেষ দিনে কালো রঙের ফরমাল পোশাকে দেখা মিলল ধর্মা প্রোডাকশনের কর্ণধারের।

বিজ্ঞাপন

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “একটি বিশেষ দিন ছিল। লন্ডনের ব্রিটিশ হাউস অব পার্লামেন্টে সম্মানিত হতে পেরে আমি সৌভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমার ২৫তম বার্ষিকী উদযাপন করেছি এবং আমার নতুন সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার টিজারও প্রকাশ করা হয়েছে। একসঙ্গে এত সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে ছোট এই জীবনে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD