প্রাণনাশের হুমকি পেলেন জনপ্রিয় গায়ক হানি সিং


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩


প্রাণনাশের হুমকি পেলেন জনপ্রিয় গায়ক হানি সিং
হানি সিং

প্রাণনাশের হুমকি পেলেন ভারতের জনপ্রিয় গায়ক হানি সিং। সূত্রে প্রকাশ, সিধু মুসেওয়াল হত‍্যার মূল অভিযুক্ত গোল্ডি ব্রারের তরফ থেকেই প্রাণনাশের হুমকির ফোন করা হয়েছে  হানি সিংকে। 


হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন‍্য দিল্লি পুলিশের শরণাপন্ন হয়েছেন গায়ক। গোটা ঘটনা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন গায়ক হানি। তবে সংবাদ মাধ‍্যমকে বিস্তারিত বলতে চাননি তিনি। 


ব‍্যক্তিগত জীবনের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে হানি সিংয়ের নাম। মাদকাসক্ত হয়ে পড়েছিলেন তিনি। পড়ে সেই অভ‍্যাস ত‍্যাগ করেন। এরপরই আবার স্ত্রী শালিনী তলওয়ারের সঙ্গে ঝামেলার খবর প্রকাশ্যে আসে। 


হানি ও তাঁর পরিবারের বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ এনে ছিলেন শালিনী। ২০২২ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের মামলা দায়ের করা হয়। 


জানা যায়, ১ কোটি টাকার বিনিময়ে ডিভোর্স পেয়েছেন হানি। সেই সূত্র ধরেই হানি এই প্রাণনাশের হুমকি কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।


আরএক্স/