ইরানে বিষাক্ত মদ খেয়ে প্রাণ গেল ১৫ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩
ইরানের আলবোর্জ প্রদেশে ষাক্ত মদ খেয়ে ১৫ জনের প্রাণহানি হয়েছে। বুধবার (২১ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি ও জিও টিভির।
আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফজেলি হারিকান্দি জানান, এ ঘটনায় “এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু ও ১৮০ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
আরও পড়ুন: করাচি বন্দর বিক্রি করছে পাকিস্তান সরকার
তিনি আরও বলেন, হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদের কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছে। আবার কয়েকজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরকে ডায়ালাইসিস করতে হচ্ছে।
আরও পড়ুন: আমিরাতে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছেন ৯৮৮ বন্দী
হারিকান্দি বলেন, “আলবোর্জ প্রদেশ কর্তৃপক্ষ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে। তারা একটি কসমেটিক কারখানা থেকে ৬,০০০ লিটারেরও বেশি অ্যালকোহল জব্দ করেছে।” -বাসস।
জেবি/এসবি