এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০১ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

চীনের ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট সরবরাহ করতে হবে চীনকে, নইলে তাদের পণ্যে এ শুল্ক বসানো হবে।


মঙ্গলবার (২৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন: ‘শত্রু’ পাকিস্তানকে বড় বন্যার বিষয়ে সতর্ক করলো ভারত


সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “চীন যদি আমাদের আরও বেশি ম্যাগনেট না দেয়, তাহলে তাদের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক আরোপ করা হবে।”


প্রতিবেদনে বলা হয়, দুর্লভ খনিজ উপাদান নিয়ে চীন অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু বিরল খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আনে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশ চীনের নিয়ন্ত্রণে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপসহ স্মার্টফোনের মতো প্রযুক্তিপণ্যে অপরিহার্য।


অন্যদিকে, বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী একটি করপোরেশনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণাও এসেছে। এই প্রতিষ্ঠানটি বিরল খনিজের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।


চীনা কাস্টমসের তথ্যমতে, চলতি বছরের জুলাই মাসে দেশটির বিরল খনিজের রপ্তানি জুনের তুলনায় ৪ হাজার ৭০০ টনের বেশি বেড়েছে।


আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলা, চার সাংবাদিকসহ নিহত ১৫


বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান শুল্ক বিরোধের প্রেক্ষাপটে ট্রাম্পের এ বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চলতি মাসের শুরুতে বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও নতুন হুমকি তা আবার উল্টো দিকে নিয়ে যাচ্ছে।


সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছেন। এতে আলোচনার সুযোগ তৈরি হলেও আদেশ কার্যকর না হলে শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছাত।


এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন এক সমঝোতায় এসেছিল। তাতে শুল্ক হার ১২৫ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশে আনার এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের কথা ছিল।


আরএক্স/