Logo

বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে ভিয়েনা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৩, ০১:১৮
33Shares
বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে ভিয়েনা
ছবি: সংগৃহীত

দ্য ইকোনোমিস্টের সহযোগী সংগঠনের তালিকায় মোট ১৭৩ শহর স্থান পেয়েছে।

বিজ্ঞাপন

ফের বাসযোগ্য শহরের তালিকার শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শহরটিকে সাধারণত ‌‘সিটি অব ড্রিম’ নামে ডাকা হয়ে থাকে।

সম্প্রতি চলতি বছরের বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ)। আর এই তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে ভিয়েনা।

বিজ্ঞাপন

দ্য ইকোনোমিস্টের  সহযোগী সংগঠনের তালিকায় মোট ১৭৩ শহর স্থান পেয়েছে। তারা স্বাস্থ্য সেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো ও পরিবেশগত বিষয় বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করেছে।

বিজ্ঞাপন

বিশ্বস্ত অবকাঠামো, দারুণ সংস্কৃতি, বিনোদন, শান্তিপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিবেচনায় সবার শীর্ষে রয়েছে ভিয়েনা। 

বিজ্ঞাপন

গেল কয়েক বছর ধরে ভিয়েনা এই তালিকায় শীর্ষ জায়গা দখল করে আছে। তার পরেই দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্কের কোপেনহেগেন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিও বসবাসযোগ্য শহরের তালিকায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থস্থানে অবস্থান করছে।   সূত্র: সিএনএন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD