বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে ভিয়েনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩
ফের বাসযোগ্য শহরের তালিকার শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শহরটিকে সাধারণত ‘সিটি অব ড্রিম’ নামে ডাকা হয়ে থাকে।
সম্প্রতি চলতি বছরের বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ)। আর এই তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে ভিয়েনা।
দ্য ইকোনোমিস্টের সহযোগী সংগঠনের তালিকায় মোট ১৭৩ শহর স্থান পেয়েছে। তারা স্বাস্থ্য সেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো ও পরিবেশগত বিষয় বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করেছে।
বিশ্বস্ত অবকাঠামো, দারুণ সংস্কৃতি, বিনোদন, শান্তিপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিবেচনায় সবার শীর্ষে রয়েছে ভিয়েনা।
আরও পড়ুন: ইরানে বিষাক্ত মদ খেয়ে প্রাণ গেল ১৫ জনের
গেল কয়েক বছর ধরে ভিয়েনা এই তালিকায় শীর্ষ জায়গা দখল করে আছে। তার পরেই দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্কের কোপেনহেগেন।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিও বসবাসযোগ্য শহরের তালিকায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থস্থানে অবস্থান করছে। সূত্র: সিএনএন
জেবি/এসবি