নবদম্পতিসহ পরিবারের ৪ সদস‍্যকে কুপিয়ে খুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩


নবদম্পতিসহ পরিবারের ৪ সদস‍্যকে কুপিয়ে খুন
প্রতীকি ছবি

ভাইয়ের বিয়েতে এসে পরিবারের ৪ সদস্যসহ মোট ৫ জনকে কুপিয়ে খুন করলেন যুবক। আরও ২ জনকে ধারালো অস্ত্র দিয়ে তিনি  আক্রমণ করে ছিলেন। আশংকাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মণিপুরি জেলার গোকুলপুর গ্রামে।

শনিবার (২৪ শে জুন) সকালে ৫ জনকে খুন করার পর যুবক নিজের বুকে ও গুলি চালিয়ে আত্মঘাতী হলেন। অভিযুক্তের নাম শিববীর যাদব। উত্তরপ্রদেশ পুলিশের এসডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, যুবকের হাতে তাঁর ২ ভাই, ভাইয়ের সদ‍্য বিবাহিত স্ত্রী, শ‍্যালক এবং ১ বন্ধুর মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন, সোনু যাদব (২১), সোনি (২০), সৌরভ (২৩) এবং দীপক (২০)।


আরও পড়ুন: ১ মাসে ১ লক্ষ টাকার বিদ‍্যুৎ বিল পেলেন বৃদ্ধা!

এছাড়া, ওই যুবক তাঁর স্ত্রী ডলি এবং মামী সুষমাকে ও ধারালো অস্ত্রের কোপ মেরেছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। 

চিকিৎসকেরা জানিয়েছেন, ২ জনের অবস্থা আশংকাজনক। পুলিশ জানিয়েছে, যুবকের কাছে একটি বেআইনি পিস্তল ছিল। ৫ জনকে খুনের পর সেই পিস্তল দিয়ে তিনি নিজেকে গুলি করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর ও। তিনি নয়ডায় একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ অনুসন্ধানের চেষ্টা করছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেবি/এসবি