দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির বড় একটা নাম শাকিব খান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩


দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির বড় একটা নাম শাকিব খান
শাকিব খান - অপু বিশ্বাস

বর্তমানে নিজের সিনেমা লাল শাড়ির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। এর মাঝে প্রাক্তন  স্বামী শাকিবকে নিয়েও তার চিন্তার শেষ নেই। অনেক দিন হলো ছাড়াছাড়ি হয়ে গেছে। নায়ককে নিয়ে এখনও ভাবেন তিনি। তা আরও বেশি বোঝা যায় নায়িকার বিভিন্ন সাক্ষাৎকারে। 


অনেক সময় প্রাক্তনদের বিষয় নিয়ে কথা বলতে নারাজ থাকেন অভিনেতারা। চেষ্টা করেন এড়িয়ে যেতে। তবে অপুর ক্ষেত্রে বিষয়টা উল্টো। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে শাকিব খানকে প্রশংসায় ভরিয়েছেন অপু।


আরও পড়ুন: প্রকাশ্যে শাকিবের গান ‘কোরবানি কোরবানি’


শাকিবের প্রসঙ্গ উঠতেই তিনি বললেন, “শাকিব আমাদের ইন্ডাস্ট্রির বড় একটা নাম। এই ইন্ডাস্ট্রির বর্তমান মেরুদণ্ডও বলা যেতে পারে। কেউ কেউ তার সিনেমার প্রচারের সময়ে তাকে নিয়ে নানা কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে।”


আরও পড়ুন: শাকিবকে অবশ্যই মিস করব: বুবলী


অপু আরও বলেন,  “দেখুন, শাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। সেটি আমি বেঁচে থাকতে কেউ পারবে না। কোনো ভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না। সে কারণেই আমি প্রিয়তমার পাশে রয়েছি।”


জেবি/এসবি