অর্থপাচার মামলায় জিকে শামীমসহ ৮ জনের রায় পেছালো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩


অর্থপাচার মামলায় জিকে শামীমসহ ৮ জনের রায় পেছালো
আদালতে জি কে শামীম | ছবি: সংগৃহীত

গুলশান থানার মানিলন্ডারিং আইনে মামলায় কথিত যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ  ৮ জনের বিরুদ্ধে মামলার রায়ের তারিখ পিছিয়ে। রায় ঘোষণার জন্য নতুন তারিখ আগামী ১৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।


রবিবার (২৫ জুন)  ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল।


আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: যশোরের ৪ জনের মৃত্যুদণ্ড


মামলার অন্য আসামিরা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।


আরও পড়ুন: পদোন্নতি পেলেন ১৯১ বিচারক


প্রসঙ্গত,  জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীকে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম। এরপর দ্বিতীয় কোনো মামলায় তাদের বিচার শেষ হতে যাচ্ছে।


জেবি/এসবি