ভারতে বাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ প্রাণ গেল ১২ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ২৬শে জুন ২০২৩


ভারতে বাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ প্রাণ গেল ১২ জনের
ছবি: সংগৃহীত

ভারতে বিয়ের বাস দুর্ঘটনায় একই পরিবারের ৭জনসহ ১২ জন মারা গেছেন।  রবিবার (২৫ জুন) গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে এ ঘটনা ঘটে।


এদিন গভীর রাতে ওড়িশার বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডির কাছে ওএসআরটিসি বাসের সঙ্গে অন্য বাসের মুখোমুখি সংঘর্ষে বিয়ে পার্টির ১২ জনেরও বেশি সদস্য মারা যান।


আরও পড়ুন: নাবালিকা ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ড


বেরহামপুরের এসপি সারাভানা বিবেক এম জানিয়েছেন, “দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিগাপাহান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।”


দুর্ঘটনায় আহদের মধ্যে দু’জনকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 


আরও পড়ুন: পালাতে গিয়ে ১০০ ফুট গভীরে গাড়ি, হেরোইনসহ গ্রেফতার ২


বেরহামপুর পার্টিতে যোগ দিয়ে দিগাপাহান্ডির কাছে খান্দাদেউলিতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেডিকেল সেন্টারে স্থানান্তর করে বলে জানান এসপি।


রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনার জানান, “গঞ্জাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৩০ হাজার রুপি করে দেওয়া হবে।”


জেবি/এসবি