ঈদে শিরীন শিলার ‘জিম্মি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩
ঈদে ঢালিউডের নায়িকা শিরীন শিলার ‘জিম্মি’ সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। এতে শিলার বিপরীতে অভিনয় করেছেন মনোয়োর হোসেন ডিপজল। সিনেমাটি ডিপজলের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।
এরই মধ্যে ‘জিম্মি’ সিনেমার ট্রেইলারও প্রকাশ হয়েছে।
সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, “মনতাজুর রহমান আকবর স্যারের পরিচালনায় জি সিনেমাতে অভিনয় করা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। কারণ এ সিনেমায় আমি অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছি। এজন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ডিপজল ভাইও আমাকে অভিনয় করার ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে এতে অভিনয় করা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল।”
আরও পড়ুন: সাংবাদিক হতে চান পরীমণি
শিলা আরও বলেন, “ট্রেইলার প্রকাশের পর অনেকেই প্রশংসা করছেন। আমিও অনুপ্রাণিত হচ্ছি। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।”
বর্তমানে এ নায়িকা ‘শেষ বাজি’ নামে একটি সিনেমার কাজ করছেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত সিনেমা ‘ঘর ভাঙ্গা সংসার’, সাদেক সিদ্দকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’, মেহেদীর ‘নদীর জলে শাপলা ভাসে’ ও চন্দন চৌধুরীর ‘২৪.৩-এর রাত’।
জেবি/এসবি