ব‍্যাপক বৃষ্টিপাতে হিমাচলে ৬ জনের প্রাণহানি


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩


ব‍্যাপক বৃষ্টিপাতে হিমাচলে ৬ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে ধস এবং হড়পা বানের জেরে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। দুর্যোগে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন আরও ১০ জন। 


সোমবার (২৬ জুন)  এ কথা জানিয়েছেন, হিমাচল প্রদেশ রাজ‍্যরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপাল সেক্রেটারি ওংকার চাঁদ শর্মা। 


ভারী বৃষ্টিতে ৩০৩ টি পশুর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টিতে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৪ টি রাস্তা। হিমাচলের বিভিন্ন এলাকায় ধস নেমেছে। 


আরও পড়ুন: পানি তুলতে গিয়ে কুয়োয় পড়ে ১ ব‍্যক্তির প্রাণহানি


রবিবার থেকে মান্ডি এবং কুলুর মধ‍্যে সংযোগকারী জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তির মুখে পড়েছেন পর্যটকরা। কমপক্ষে ১৫ কিলোমিটার রাস্তা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। 

আটকে পড়েছেন প্রায় ২০০ জন। তাদের মধ‍্যে অধিকাংশই পর্যটক। আশপাশে কোনও হোটেলেও ঘর খালি নেই। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন তারা।


জেবি/ আরএইচ/