ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আর নেই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩


ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আর নেই
ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ (৭৫)।  


বুধবার (৫ জুলাই) ভোরে  চট্টগ্রাম শহরে নিজ বাসভবনে তিনি মারা যান।


গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।


তিনি জানান, কামাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা রেখে গেছেন।


আরও পড়ুন: সেন্ট্রাল হাসপাতালের ডা. মিলিকে আত্মসমর্পণের নির্দেশ


১৯৪৮ সালে চট্টগ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কামাল উদ্দিন আহমেদ। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেন।


আরও পড়ুন: আদালতের হাজতখানায় অসুস্থ বাবর, নেওয়া হলো হাসপাতালে


কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন।


জেবি/এসবি