স্মার্ট কৃষি বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩


স্মার্ট কৃষি বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এটুআই এর মধ্যে চুক্তি স্বাক্ষর

স্মার্ট কৃষি বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এটুআই এর মধ্যে একটি যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 


বুধবার (৫ জুন) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  মো. জালাল আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন এবং এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।


আরও পড়ুন: অতীতেও আমরা সফল হয়েছি: কৃষিমন্ত্রী


এই চুক্তির মাধ্যমে দেশের কৃষিখাতে সার্বিক একটি ডেটা ইকোসিস্টেম নিশ্চিত করা যাবে। যার ফলে কৃষি উন্নয়নে প্রান্তিক পর্যায়ে কৃষকের উপযোগী স্মার্ট সল্যুশন তৈরি হবে এবং ধারাবাহিকভাবে স্মার্ট কৃষি বাস্তবায়িত হবে বলে জানা যায়।


জেবি/এসবি