মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৩
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৯ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। দেশটির দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিরিখাদে পড়ার এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৬ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে গিরিখাদে পড়ে যায়। এসময় বাসে থাকা ২৯ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক প্রেস কনফারেন্সে নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং একটি ছেলে শিশু রয়েছে।
আরও পড়ুন: দুই নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ, একজনের মৃত্যু
এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনায় আহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন রিপোর্ট সামনে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো ইঙ্গিত দিয়েছেন, দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, বাস দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৯ জন।
জেবি/এসবি