দুদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ আগস্ট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৩


দুদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ আগস্ট
ইসমাইল চৌধুরী সম্রাট | ছবি: দৈনিক জনবাণী

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। 


বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল আলমের আদালতে মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল।

এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানি মুলতবির ও তার স্থায়ী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ আগষ্ট দিন ধার্য করেন।


সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, গত ১ জুন সম্রাটকে দুই মাসের জন্য পার্সপোর্ট নিজ জিম্মায় দেয়ার আদেশ দেন আদালত। এছাড়া চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার অনুমতি দেন। আমরা গত ২০ জুন আদালতে একটি দরখাস্ত দিয়েছিলাম সম্রাটের বিদেশ যাওয়ার অনুমতির বিষয়টি সংশ্লিষ্ট সকল সংস্থাকে অবগত করার জন্য। এবং গত ২২ জুন সম্রাট চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাওয়ার জন্য এম্বাসিতে তার পাসপোর্ট জমা দেন। তবে এখন পর্যন্ত কোন ক্লিয়ারেন্স পাননি তিনি। আজ আমরা আদালতে এসব বিষয় উপস্থাপন করলে আদালত সার্বিক দিক বিবেচনা করে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন মূলতবি করে আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন।


আরও পড়ুন: বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট


এর আগে গত ১ জুন সম্রাটকে দুই মাসের জন্য পার্সপোর্ট নিজ জিম্মায় দেয়ার আদেশ দেন আদালত। এছাড়া চিকিৎসা করাতে একমাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন আদালত। সেইসাথে অভিযোগ গঠন শুনানির জন্য আজ (৬ জুলাই) দিন ধার্য করেন। 


ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। 


আরও পড়ুন: শেষ বারের মত চার্জগঠনের সময় পেলেন সম্রাট


গ্রেপ্তার হওয়ার পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। তাতে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।


গত বছরের ১০ এপ্রিল থেকে ১১ মের মধ্যে চার মামলায় জামিন পান সম্রাট। কারাগারে যাওয়ার ৩১ মাস পর মুক্তি মেলে তার।


জেবি/এসবি