ইমরানকে প্রধানমন্ত্রী করাই ভুল ছিল: জাভেদ মিয়াঁদাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
এক সময় দেশের হয়ে একসঙ্গে খেলতেন ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ। ক্রিকেট দলের ক্যাপ্টেনকে দেশের প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছিলেন জাভেদ মিয়াঁদাদ। তিনি আক্ষেপ করে বলেন ইমরান প্রধানমন্ত্রী করাই ভুল ছিল।
সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: ইমরান খানের খেলা শেষ : মরিয়ম
সাক্ষাৎকারে মিয়াঁদাদ জানান, পিটিআই প্রধান ইমরান খান যেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন, তার জন্য সবরকম সাহায্য করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর একবারের জন্যও তাকে ধন্যবাদ জানাননি ইমরান।
তবে আক্ষেপ করেও কাপ্তানের প্রশংসাই শোনা গেছে মিয়াঁদাদের মুখে। তিনি বলেন, যখনই ইমরান জাতীয় দলের হয়ে খেলতেন, সবসময় চেষ্টা করতেন দল যেন খুব খারাপভাবে ম্যাচ না হারে।
জেবি/ আরএইচ/