মুখ্যমন্ত্রী হিমন্তের হাতে অস্ত্র তুলে দিলেন ১১৮২ জঙ্গি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৩
আসামরাজ্যরে গুয়াহাটির কলাক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সামনে আত্মসমর্পণ করলেন ১১৮২ জন জঙ্গি। তারা ৫ টি আদিবাসী জঙ্গি সংগঠনের সদস্য। সংগঠনগুলি হল এসিএমএ, বিরসা কমান্ডোস ফোর্স, আনলা, আদিবাসী পিপলস আর্মি ও এসটিএফ।
তারা ৩ শতাধিক অস্ত্র ও ১৪৬০ রাউন্ড বিভিন্ন বোরের গুলি জমা দেয়। পুর্নবাসন প্যাকেজ হিসেবে তাদের সকলকে আগামী তিন বছরের জন্য মাসে ৬ হাজার টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে ৪ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট দেওয়া হবে প্রত্যকেকে।
এই জঙ্গি সংগঠনগুলি অবশ্য ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে শান্তি চুক্তির স্বাক্ষর করেছিল তারা। শান্তি চুক্তির শর্ত অনুযায়ী তৈরি হয়েছে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন পরিষদ। পরিষদের জন্য কেন্দ্রের তরফে ৫০০ কোটি ও রাজ্যরে তরফে ৫০০ কোটি টাকা দেওয়া হবে।
আরও পড়ুন: ভারতীয় মহিলা ক্রিকেটে জাতীয় দলে স্থান লাভ আসাম কন্যার
মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, রক্তপাতের অধিকার কারও নেই। এবার সকলকে সমাজ গঠনের শরিক হবে। আসাম সরকারে সব চাকরিতে আদিবাসী তথা চা জন গোষ্ঠীর জনগোষ্ঠীর জন্য ৩ শতাংশ আসাম সরকারের ব্যবস্থা হবে। আদিবাসী গ্রামে রাস্তা নির্মাণ হবে।
তিনি আরও জানান, গোঁসাই গাঁও ও কোকঝাড়ে গোষ্টী সংঘর্ষে গৃহহীনদের জন্য ক্ষতিপূরণ ও পূর্নবাসন প্যাকেজ দেওয়া হবে।
জেবি/ আরএইচ/