আমাদের অধিনায়ক যদি না থাকে তাহলে খেলবো কীভাবে: পাপন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:১৭ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৩


আমাদের অধিনায়ক যদি না থাকে তাহলে খেলবো কীভাবে: পাপন
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের ঘোষণা প্রত্যাহার করেছেন টাইগার দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল খান। একদিনের ব্যবধানেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি। 


এর আগে শুক্রবার (৭ জুলাই) দুপুরে তামিমকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। এই বৈঠকের পর নিজের সিদ্ধান্ত বদলানোর কথা জানান তামিম। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।


পাপন বলেন, “আমার সব সময় একটা ধারণা হয়েছিল সংবাদ সম্মেলনটা দেখে। এতো ক্ষোভ, হয়তো ও আবেগেই সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে সামনাসামনি বসতে পারলে হয়তোবা এর একটা সমাধান পাবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে তা ফিরিয়ে নিয়েছে। সে অবসর নেয়নি। ”


আরও পড়ুন: দেড় মাসের ছুটিতে তামিম, ফিরবেন এশিয়া কাপে অধিনায়ক হিসেবে


পাপন আরও বলেন, “সে যেহেতু শারীরিক ও মানসিকভাবে এখনও ফিট না। সে জন্য সে দেড়মাস ছুটি নিয়েছে। এই দেড়মাসে পুনর্বাসনে থেকে খুব শিগগিরই সে আমাদের ক্রিকেটে ফিরে আসবে।”


তামিমের অবসর ভেঙে ফেরার প্রতিক্রিয়া জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “অবশ্যই আমাদের জন্য স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে তাহলে খেলব কীভাবে।”


জেবি/এসবি