ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৩


ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৬
ছবি: নেটওয়ার্ক পোস্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেসনা বিজনেস জেট নামে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের প্রাণহানি হয়েছে।


স্থানীয় সময় শনিবার (৮ জুলাই) ভোরে মুরিয়েটা শহরের ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।


ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষের (এফএএ) বরাত দিয়ে সিএনএন এ তথ্য নিশ্চিত করে।


তবে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং এফএএ বিষয়টি তদন্ত করবে বলে জানা গেছে।


আরও পড়ুন: ন্যাটোর সদস্য পদ ইউক্রেনের‌ ‌‘প্রাপ্য’: এরদোয়ান


এফএএর তথ্য অনুসারে, সেসনা বিজনেস জেট স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এরপর সান দিয়েগো থেকে প্রায় ৬৫ মাইল উত্তরে তা বিধ্বস্ত হয়।


আরও পড়ুন: পশ্চিমবঙ্গে নির্বাচনে সহিংসতায় নিহত ২৬


রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, বিমানটিতে থাকা ছয় আরোহীর সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। এটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় এবং আশপাশেও তা ছড়িয়ে পড়ে।


ক্যাল ফায়ারের এক টুইট বার্তায় বলছে , একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। এতে প্রায় এক একর জমির গাছপালা ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সূত্র : সিএনএন


জেবি/এসবি