বাইকের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩


বাইকের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের
ফাইল ছবি

বাইকের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে ২ যুবকের প্রাণহানি হয়েছে। রবিবার (৯ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের মুরারই-ওমরপুর রাস্তার উপর কুতুবপুর কাশেমনগরের এ দুর্ঘটনা ঘটে।


নিহতেরা হলেন- রহমত শেখ এবং সবুর শেখ। তারা ২ জনেই বীরভূমের পাইকর থানার নয়াগ্রামের বাসিন্দা। 


জানা গেছে,  ওই ২ যুবক ব‍্যালট বক্স পাহাড়া দিতে মিত্রপুর নয়াগ্রাম থেকে পাইকরের ডিআরসি সেন্টারের দিকে যাচ্ছিলেন। কুতুবপুর কাশিমনগরের মাঝে কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ২ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুঘর্টনার খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২টি মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন‍্য প্রেরণ করা হয়।


আরও পড়ুন: দিল্লিতে ভারী বৃষ্টিপাতে প্রাণ গেল ১২ জনের


স্থানীয়দের দাবি, তারা ২ জনে নির্দল প্রার্থী সমর্থক। ব‍্যালট বক্স পাহাড়া দিতে ডিআরসি সেন্টারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথেই বিপত্তি। যদিও পরিবারের তরফে এ বিষয়ে কিছু নিশ্চিত করে জানানো হয়নি।


জেবি/এসবি