‘জাওয়ান’ -এর ট্রেলারে শাহরুখের চমক, নেটদুনিয়া উত্তাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩
প্রকাশ্যে এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জাওয়ান’ সিনেমার ট্রেলার। প্রথমবারের মতো দক্ষিণী নির্মাতা অ্যাটলির পরিচালনায় কাজ করলেন তিনি।
সোমবার (১০ জুলাই) সকালে ২ মিনিট ১২ সেকেন্ডের প্রকাশিত ট্রেলারে একাধিক রূপে দেখা গেছে বলিউড বাদশাকে।
শাহরুখের চিরচেনা লুকস, দক্ষিণী ধাঁচে ধুন্ধুমার অ্যাকশন, কমেডি, রহস্য-রোমাঞ্চে ঘেরা প্লট আর সঙ্গে রয়েছে একাধিক নায়িকা! প্রিভিউটির ভিডিওতে বাড়তি চমক হিসেবে দেখা দিলেন ন্যাড়া মাথার শাহরুখ! যে রূপে তাকে আগে কখনও দেখা যায়নি!
আরও পড়ুন: ঈদের সিনেমা নিয়ে রেষারেষি নিয়ে যা বললেন ফারুকী
‘জাওয়ান’- এ শাহরুখ খানকে দুই ধরনের চরিত্রে দেখা যাবে। একটিতে তিনি নায়ক, অন্য রূপে ভিলেন। তবে রহস্যের পরিষ্কার হবে সিনেমার শেষে। যেটার জন্য অপেক্ষা করতে হবে আরও দুই মাস।
এদিকে, রহস্য অটুট রেখে ট্রেলারের ওই ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আমি কে, কে নই, জানার জন্য প্রস্তুত আছো?
আরও পড়ুন: আমার পরিচয় পাবলিক দেবে, আমি না: শাকিব খান
‘জাওয়ান’- এ শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণ সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। সেই সাথে আরও দেখা যাবে এ সময়ের দাপুটে অভিনেতা বিজয় সেতুপথিকে।
এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা। হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখের ‘জাওয়ান’।
জেবি/এসবি